আবু হুরায়রা (রা.) মাদরাসায় ব্লাড গ্রুপিংং ক্যাম্পেইন
Author: রক্তবন্ধু | 03 Feb 2021
রক্তদানে সচেতনতা তৈরিতে খেদমতে খলক ফাউন্ডেশনের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রক্তদানে সচেতনতা তৈরি লক্ষে করতে এবার এয়ারপোর্ট (আশকোনা) আবু হুরায়রা (রা.) মাদরাসায় বুধবার (২ ফেব্রুয়ারী ) দুপুর ১২ টায় এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ।
আবু হুরায়রা মাদরাসার সহযোগিতায় খেদমতে খলক ফাউন্ডেশন এ-র উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।
অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, আবু হুরায়রা মাদরাসার মুহতামীম মাওলানা আশিকুর রহমান।
তিনি বলেন, রক্ত সংগ্রহ ও রক্তদান সচেতনতা সৃষ্টিতে কাজ করা এই সংগঠনটি প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করে থাকে, এতে অসচেতন ছাত্র নিজের ব্লাড গ্রুপ জানতে পারে এবং তারা পরস্পরের বিপদে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারে। যে কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে সেখানে ছুটে চলেন এ গ্রুপের সদস্যরা ।
ক্যাম্পেইনে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন হাফেজ রশিদ আহমদ, ক্বারি সিরাজুল ইসলাম, হাফেজ যুবায়ের আহমদ, মাওলানা আমিনুল হক কাসেমী প্রমুখ।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments