নতুন বছরকে বরণ করতে রেডলাইফ এর স্বাস্থ্যসেবা কর্মসূচি

শেয়ার করুন:

নতুন বছরকে স্বাগত জানাতে তরুণেরা যখন পিকনিক আর আনন্দ চিত্ত-বিনোদনে ব‌্যস্ত তখন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একদল তরুণ দলের চিন্তা ভাবনায় আ‌সে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে।

শীতকালে গ্রামীণ মানুষ শীতের তীব্রতায় এবং অসচেতনতায় নানা রকম অসুখে আক্রান্ত হয়ে থাকে। যেমনঃ হাপানী, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ইত‌্যা‌দি। অ‌নে‌কে টাকার অভাবে যথাসাধ্য চিকিৎসা করাতে পারেন না। এমনকি অনেকের বিনা চিকিৎসায় মৃত্যুও হয়।
তাই সে সকল গ্রামীণ মানুষদের কথা চিন্তা করে শীতের তীব্রতা কে উপেক্ষা করে “রেডলাইফ” টিম সকাল ৭.০০ টার দিক উপস্থিত হয় পীরগঞ্জ উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের চাপড়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।


সেখানে চাপড়াগঞ্জ, কাস্তোর, কেটগাঁও, সাগুনী গ্রামের প্রায় ৩০০ জন মানুষের জ্বর, সর্দি, কাশি, এলার্জি, শ্বাসকষ্ট, বাত-ব্যাথা রোগের চিকিৎসা সেবা প্রদান করেন রেডলাইফ এর সম্মানিত চিকিৎসা বিষয়ক উপদেষ্টা

ডাঃ মোঃ ফয়সাল আজম
এমবি বি এস, বিসিএস(স্বাস্থ্য), এফসিপিএস-মেডিসিন (শেষ পর্ব), (নিউরোমেডিসিন ও বাত ব্যাথা বিশেষজ্ঞ) মেডিকেল অফিসার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

সকাল ৭.৩০ হতে বিকাল ৪.০০ টা (১.০০-২.০০ নামাজের বিরতি) পর্যন্ত চলে রেডলাইফ এর স্বাস্থ্যসেবা কর্মসূচি।

উক্ত ক্যাম্পেইনটিকে সফল ভাবে সম্পন্ন করার জন্য রেডলাইফ এর সকল স্বেচ্ছাসেবককে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এর প্রতিষ্ঠাতা মো. দোয়েল হক।


শেয়ার করুন:

Facebook Comments