‘রক্তের সন্ধানে সিরাজগঞ্জ’ এর রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ

শেয়ার করুন:

২২ জানুয়ারি ২০২১ ইং শুক্রবারে চায়না বাঁধ -৩, সিরাজগঞ্জ সদরে “রক্তের সন্ধানে সিরাজগঞ্জ (R.S.S)” গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও থ্যালাসেমিয়া সতর্কীকরণ এবং বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম রক্তবন্ধুকে জানান, “অনলাইন ও অফলাইন ভিত্তিক কাজের ২ বছর হলো আমাদের সংগঠনটির। আমাদের কার্যক্রমসমূহ হলো ৬৪ জেলার মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দেওয়া।
অসহায় গরীব রোগীদের আর্থিক সহায়তা করা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ করা।”

প্রোগ্রামে উপস্থিত সদস্যদের একাংশ

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি আরিয়ান আহমেদ রাজীব, সহ-সভাপতি শাহীন রেজা সুমন, সাধারণ সম্পাদক করিম আকন্দ, সাংগঠনিক সম্পাদক মুন্না সরকার, মহিলা বিষয়ক সম্পাদকঃ রাউফুন জান্নাত, সাধারণ সদস্য শারমিন ইয়াসমিন, কাইয়ুম, আবু তালহা সরকার (স্পন্দন), আলমগীর তালুকদার (আবু হেনা মোস্তফা কামাল ব্লাড ফাউন্ডেশন)
হাবিব ( জি,এম ব্লাড ফাউন্ডেশন) সহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।


শেয়ার করুন:

Facebook Comments