“রক্তবন্ধু পঞ্চগড়” এর করোনা সচেতনতা ও রক্তের গ্রুপ নির্ণয়
Author: রক্তবন্ধু | 07 Nov 2020

আবু মুসা, পঞ্চগড় প্রতিনিধিঃ অদ্য ০৭ নভেম্বর ২০২০ ইং রোজ শনিবার সারাদিনব্যাপি রক্তদান বিষয়ে সচেতনতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ফেস মাস্ক বিতরণ কার্যক্রম করেন রক্তবন্ধু পঞ্চগড় প্রতিনিধিগণ।
দিনব্যাপি এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় পঞ্চগড় এর বোদা উপজেলার ১নং ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ চত্বরে, নতুন হাটে।
আয়োজনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক, নূতন হাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়। প্রোগ্রামে রক্তবন্ধুর পঞ্চগড় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাব্বী ইমন, আবু মুসা, সাইদুল ইসলাম, মাসুদ রানা, সাকিব হোসেন, রিয়াজুল ইসলাম, মনিরুল খান, শহীদুল্লাহ, আব্দুর রহমান, ফেরদৌস হাসান সহ প্রমুখ।

রক্তবন্ধু পঞ্চগড়ের প্রতিনিধিগণের একাংশ
শীতে করোনার দ্বিতীয় ঢেউ এর সম্ভাব্য সতর্কীকরণ ও সচেতনতা এবং করণীয় সম্পর্কে জানানো সহ প্রোগ্রামে প্রায় দুইশত মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে দেওয়া হয় এবং ফেস মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি যুবকদের রক্তদানে উদ্বুদ্ধ করা হয়।
আয়োজনটি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং রক্তবন্ধুর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট আহসান হাবীব সরকার। পরবর্তীতে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন রক্তবন্ধু পঞ্চগড়ের জেলা সমন্বয়ক রাব্বী ইমন।
অন্যান্য পোস্ট সমূহ

কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...

থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...

থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা কেমন হওয়া উচিত? ড. মোহাম্মদ সরোয়ার হোসেন আজ থেকে ২৮ বছর আগে (১৯৯৪) থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ৮ মে বিশ্ব...
Facebook Comments