রক্তদান করতে গিয়ে খুন হলেন প্রান্ত মিত্র
Author: রক্তবন্ধু | 26 Jul 2023

রক্তদান করতে গিয়ে খুন হলেন প্রান্ত মিত্র
সোমবার রাত্রে বন্ধু হৃদয়ের ফোন কল পেয়ে গভীর রাতে রক্তদানে বের হন ফরিদপুর শহরের ওয়্যারলেস পাড়ার বাসিন্দা শিক্ষার্থী প্রান্ত মিত্র। স্বজনরা জানান রাত দুইটার দিকে কল পেয়ে বন্ধুর বোনের সিজারের কথা বলে রক্তদানের জন্য বাসা থেকে বের হন তিনি। রাতে আর ফিরেন নি। মোবাইলেও পাওয়া যাচ্ছিলো না তাকে।
মঙ্গলবার সকালে শহরের আলীপুর ব্রিজ এলাকায় প্রান্তর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ফরিদপুর কোতয়ালী থানার পুলিশের উপ পরিদর্শক মো. শামিম হাসান জানান ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে প্রান্তকে। কী কারণে খুন হয়েছেন তা এখনো জানা যায় নি। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং পুলিশের টিম ঘটনার তদন্তে ও উদঘাটনে কাজ করছে।
প্রান্ত মিত্র সরাকারি রাজেন্দ্র কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অন্যান্য পোস্ট সমূহ

রক্তদাতা প্রান্ত মিত্রের হত্যা রহস্য উদঘাটন
Author: রক্তবন্ধু | 02 Aug 2023
রাজেন্দ্র কলেজের মেধাবী ছাত্র প্রান্ত মিত্রের চাঞ্চল্যকর হত্যাকান্ডসহ একাধিক ছিনতাই কান্ডের রহস্য উদঘাটন ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং-৮৬, তাং- ২৬/০৭/২০২৩ খ্রিঃ, ধারা- ৩৯4/302/৩৪...

প্রসঙ্গঃ ডেঙ্গু ও প্লাটিলেট
Author: রক্তবন্ধু | 26 Jul 2023
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি এতে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের সব রেকর্ড। বিশেষজ্ঞরা...

ব্লাড ব্যাংকে অভিযান! (ভিডিও সহ)
Author: রক্তবন্ধু | 23 Jun 2023
মাদকসেবীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে সাভারে নিজের ভাড়া বাসায় ব্লাড ব্যাংক খুলে বসেছেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি। সেই রক্ত রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে...