রক্তদান করতে গিয়ে খুন হলেন প্রান্ত মিত্র
Author: রক্তবন্ধু | 26 Jul 2023
রক্তদান করতে গিয়ে খুন হলেন প্রান্ত মিত্র
সোমবার রাত্রে বন্ধু হৃদয়ের ফোন কল পেয়ে গভীর রাতে রক্তদানে বের হন ফরিদপুর শহরের ওয়্যারলেস পাড়ার বাসিন্দা শিক্ষার্থী প্রান্ত মিত্র। স্বজনরা জানান রাত দুইটার দিকে কল পেয়ে বন্ধুর বোনের সিজারের কথা বলে রক্তদানের জন্য বাসা থেকে বের হন তিনি। রাতে আর ফিরেন নি। মোবাইলেও পাওয়া যাচ্ছিলো না তাকে।
মঙ্গলবার সকালে শহরের আলীপুর ব্রিজ এলাকায় প্রান্তর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ফরিদপুর কোতয়ালী থানার পুলিশের উপ পরিদর্শক মো. শামিম হাসান জানান ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে প্রান্তকে। কী কারণে খুন হয়েছেন তা এখনো জানা যায় নি। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং পুলিশের টিম ঘটনার তদন্তে ও উদঘাটনে কাজ করছে।
প্রান্ত মিত্র সরাকারি রাজেন্দ্র কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
অন্যান্য পোস্ট সমূহ
Platelet দানের বিশ্ব রেকর্ড
Author: রক্তবন্ধু | 02 May 2025
Most Donated Blood-Apheresis" বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, বিশ্বের সর্বোচ্চ প্লাটিলেট দাতা জিম কুলম্যান। জেমস জিম কুলম্যান (James Jim Kuhlmann) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো...
কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...
Facebook Comments