রক্তকমল ফাউন্ডেশন এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ-২০২২ সম্পন্ন।
Author: রক্তবন্ধু | 30 Apr 2022

রক্তকমল ফাউন্ডেশন এর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ-২০২২ সম্পন্ন।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তকমল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগঞ্জ টি.এ. হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।
উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, ❝রক্তকমল বরাবরই মানুষের জন্য কাজ করে আসছে। তাদের কাজ সবসময় আমাকে মুগ্ধ করে। তাদের এই মহৎ কাজে আমাকে যুক্ত করায় রক্তকমলকে ধন্যবাদ। আশাকরি অতীতের ন্যায় ভবিষ্যতেও রক্তকমল মানুষের কল্যানে কাজ করে যাবে।❞
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং পশ্চিম জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, সুয়াগঞ্জ টি.এ. হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম. আব্দুল মমিন, সুয়াগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু, রক্তকমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল আজিম মেহেদী, সভাপতি মাঈন উদ্দীন মিলন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ।
প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল আজীম মেহেদী বলেন, ❝প্রতিষ্ঠার পর থেকে গত ৫ বছর ধরেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছি। অসহায় মানুষগুলো প্রতিনিয়ত রক্তকমলের আশায় থাকে, তাই আমরা ভবিষ্যতেও আমাদের এই ইভেন্ট চলমান রাখবো ইনশাআল্লাহ।❞
সভাপতি মাঈন উদ্দিন মিলন বলেন, ❝রক্তকমল মানবতার সংগঠন,তাই যখনই সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করার প্রয়োজন হয় তখনই রক্তকমল তাদের পাশে দাঁড়ায়। আমাদের এই ইভেন্ট সম্পন্ন করতে যারা শারীরিক,মানসিক এবং আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।❞
এসময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মাদ সোলায়মান, আল মামুন, আবু সাইদ,মাহমুদুল হাসান, ওমর ফারুক, আরিফ, জাহিদ, আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলো।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য নোমান, রাহিদ,তোহা, সাব্বির, রাকিব, ফয়সাল সহ সদস্যবৃন্দ।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে
রক্তকমল ফাউন্ডেশন আজীবন থাকবে বলে সংগঠনটির সদস্যবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যান্য পোস্ট সমূহ

কুকুরের জন্য রক্ত চেয়ে পোস্ট, পাওয়া গেল রক্তদাতাও
Author: রক্তবন্ধু | 29 Jun 2024
গুরুতর অসুস্থ একটি কুকুরের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ভারতীয় ধনকুবের রতন টাটা। অসুস্থ মানুষের জন্য রক্ত চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা...

থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা তৈরিতে যে সমস্যা বা সীমাবদ্ধতা বিবেচনায় রাখতে হবে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনার একমাত্র লক্ষ্য হচ্ছে এ রোগে আক্রান্ত...

থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা
Author: রক্তবন্ধু | 10 Mar 2024
থ্যালাসেমিয়া প্রতিরোধ কর্মপরিকল্পনা কেমন হওয়া উচিত? ড. মোহাম্মদ সরোয়ার হোসেন আজ থেকে ২৮ বছর আগে (১৯৯৪) থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ৮ মে বিশ্ব...
Facebook Comments