যেখানে প্রয়োজন, সেখানেই আয়োজন

শেয়ার করুন:

যেখানে প্রয়োজন, সেখানেই আয়োজন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে পীরগঞ্জ নিজ বাজার এবং ঢাকাইয়া পট্টি মার্কেট প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণ করে প্রজন্ম তরুণ সংঘ।
এই কর্মসূচীতে প্রায় চার শতাধিক নারী ও পুরুষকে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয় এবং রক্তদানে উৎসাহিত করা হয়।

ক্যাম্পেইন পরিদর্শনে আসা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রজন্ম তরুণ সংঘ এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন৷ এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ মশিউর রহমান লিটন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ বাজার মালিক বস্ত্র সমিতির সভাপতি রিয়াজ উদ্দীন শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম।


যারা নিঃস্বার্থভাবে এই কর্মসূচীতে সংযুক্ত হয়ে এই মহৎ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মহিদুর খান।


শেয়ার করুন:

Facebook Comments