করতোয়া মানব কল্যাণ সোসাইটি’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বার্ষিক বনভোজন-২১ উদযাপন।

শেয়ার করুন:

আবু মুসাঃ গত ১৩ই জানুয়ারি (বুুধবার) ২০২১ ইং তারিখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাধীন মালিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘করতোয়া মানব কল্যাণ সোসাইটির’ বার্ষিক বনভোজন। স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে তাদের প্রথম বার্ষিক বনভোজনে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। ‘করতোয়া মানব কল্যাণ সোসাইটি’ সংগঠনটি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষদের সহায়তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় স্বেচ্ছাসেবী কাজে বাদ যায়নি তাদের বনভোজনের আনন্দমুখর দিনটিও।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুঁলিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রেজাউল করিম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং অত্র সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ আবুল কালাম আজাদ হাবু ও জনাব মোঃ জাকির হোসেন জাকের।
সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি জনাব মোঃ হামিদুল ইসলাম।
এছাড়াও আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সংগঠনের বার্ষিক বনভোজনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি রাখার কারণ জিজ্ঞেস করা হলে সভাপতি মোঃ হামিদুল ইসলাম রক্তবন্ধুকে বলেন,

“করতোয়া মানব কল্যাণ সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আমরা তাই আমাদের আনন্দকে স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমেই উদযাপন করতে চাই।”

প্রোগ্রামে টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন ‘রক্তবন্ধু’র পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ রাব্বী ইমন ও সমৃদ্ধি কর্মসূচী RDRS এর রাকিব হাসান। এবং টেকনিশিয়ানদের সহযোগী হিসেবে কাজ করেছেন জনাব মোঃ সাইদুল ইসলাম, আরিফ, জীম, ওমর ফারুখ ও ইমান।
প্রোগ্রামের প্রথম পর্বের আলোচনা সভায় বক্তারা রক্তদানের উপকারিতা, শরীরে রক্তের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন।
সংগঠনের সদস্য এবং স্থানীয় ব্যক্তিদের সহযোগীতায় বিকেল ৩ টা পর্যন্ত ২৫০ এর অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং সবশেষে সন্ধ্যায় সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টাদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।


শেয়ার করুন:

Facebook Comments