বর পক্ষের আয়োজনে কনের বাড়িতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

শেয়ার করুন:

রক্তবন্ধুর প্রতিষ্ঠাতা মোঃ তাসনিমুল বারী নবীনের বিয়ে উপলক্ষ্যে গত ১৭ই ডিসেম্বর ২০২০ইং রোজ বৃহস্পতিবার কনের বাড়ি মধ্যরামপুর, শিবগঞ্জ, ঠাকুরগাঁও সদরে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি । বর পক্ষের আয়োজনে করা উক্ত কর্মসূচিতে কনের বাড়িতে আসা অতিথিদের দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি সেখানে রক্তদান এর সুবিধা, উপকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। আগত অতিথিদের সচেতন করতে বিয়ের অনুষ্ঠানে এমন অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথিসহ কনের পরিবার ও এলাকাবাসী। বর পক্ষের সৌজন্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পরিচালনা করতে বিয়ের দিন সকালেই রক্তবন্ধুর চারজন প্রতিনিধি ও স্বেচ্ছাসেবককে সেখানে পাঠিয়ে দেয়া হয়। রক্তবন্ধুর পঞ্চগড় প্রতিনিধি মোঃ রাব্বী ইমন, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আবু মুসা ও রক্তবন্ধুর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. শহিদুল্লাহ উক্ত কার্যক্রমটি পরিচালনা করেন।

কনের বাড়িতে রক্তের গ্রুপ নির্ণয়

সারাদেশব্যাপি বিস্তৃত রক্তবন্ধু প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতার বিয়েতে এমন আয়োজনে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে। সারাদেশ থেকে স্বেচ্ছাসেবীদের এমন অনেক মন্তব্য এসেছে যে, তারাও নিজেদের বিয়েতে এমন অনন্য আয়োজন করে সচেতন করবেন মানুষকে।

-আবু মুসা, পঞ্চগড় জেলা প্রতিনিধি।


শেয়ার করুন:

Facebook Comments